নোঙর করা লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, এক যাত্রীর মৃত্যু, আহত ৬
৬ জানুয়ারি ২০১৯ ১৩:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহি দুটি লঞ্চের সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়যাত্রী।
শনিবার (৫ ডিসেম্বর) মধ্যরাত ১টায় পটুয়াখালী-ঢাকা রুটের সুন্দরবন-৬ লঞ্চটি বরিশাল-ঢাকা রুটের অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ভাটার কারণে মেঘনা নদীর কালিগঞ্জ এলাকায় নোঙ্গর করে ছিল। এসময় পটুয়াখালীর আমতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন-৬ লঞ্চটি নোঙ্গর করা লঞ্চটির মাঝ বরাবর আঘাত হানে। এতে অ্যাডভেঞ্চার-৯ এর সাত যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে বরিশালগামী আরেকটি লঞ্চের মাধ্যমে বরিশানে নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মৃধা নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজন সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা হতে পারে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করবে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুাযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন