সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে আওয়ামী লীগের ধন্যবাদ
৬ জানুয়ারি ২০১৯ ১৬:৩০ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৬:৩৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুন্দর, সমন্বিত, শৃঙ্খলার নির্বাচন আগে কখনো হয়নি। ভবিষ্যতে যাতে এই শৃঙ্খলা ধরে রাখা যায়, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
রোববার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম। এর আগে এইচটি ইমামের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করায় ইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
পরে এইচ টি ইমাম বলেন, ‘এবারের নির্বাচনের মতো এত বড় আকারের নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি। এত বিশাল সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয় করা, এবারের মতো এত সুন্দর সমন্বয় আগে কখনো হয়নি। এটি আমাদের সবচেয়ে গর্বের বিষয়।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে কমিশনকে সহায়তা করার যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটি কাজ সরকার করেছে। ছোট থেকে বড়, উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত, সামরিক বেসামরিক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সবাই যে কাজ করেছেন, এগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করেছি। এই শৃঙ্খলাকে কীভাবে ধরে রাখা যায়, সমন্বয়টাকে কীভাবে ধরে রাখা যায়; ভবিষ্যতে নির্বাচন অনেকগুলো নির্বাচন আসছে, সেই নির্বাচনগুলো যাতে সুষ্ঠুভাবে, গ্রহণযোগ্যভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’
কমিশনের কাছে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে। এ বিষয়ে কমিশনে আজকে কোনো অবস্থান ছিল কিনা, জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘কথা উঠেছে। আমরা মনে করি এটা নির্বাচন কমিশনের ব্যাপার। সংবিধানের ব্যাপার। নতুন করে নির্বাচনও সম্ভব না। আর তত্ত্বাবধায়ক সরকার, সেই পুরনো কথা। এগুলো বলে লাভ নেই। অনেক ভুয়া কথাও তারা বলেছেন।’
এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা অনেক বেড়েছে বলেও জানান এইচ টি ইমাম। তিনি বলেন, ‘এবারের মতো দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্র, দল যেভাবে অভিনন্দন জানিয়েছেন। তারা সবাই জানিয়েছেন, এত সুষ্ঠু এত সুন্দর নির্বাচন হয় না। পৃথিবী ব্যাপী এবারে যেভাবে সঙ্গে সঙ্গে স্বীকৃতি পাওয়া গেছে, তাতে আমরা গর্বিত।’ এবারই প্রথম নির্বাচনে একজন পুলিশ বা অন্য কোনো বাহিনীর কেউ নিহত বা হননি বলেও জানান এইচ টি ইমাম।
এইচ টি ইমামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছারসহ নয় সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে।
এ সময় কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ জিএস/এমও