Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর হাতে ছয় মন্ত্রণালয়-বিভাগ


৬ জানুয়ারি ২০১৯ ১৭:১১ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ২১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন নতুন-পুরনো মিলিয়ে ছয় মন্ত্রণালয় ও বিভাগ।

নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ; জনপ্রশাসন মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

পূর্ণ মন্ত্রী হলেন যারা

এর মধ্যে কেবল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নসরুল হামিদ বিপু দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগেও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হলেন যারা

প্রসঙ্গত, রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

আরও পড়ুন: ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ উপমন্ত্রীর মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর