ড. মোমেনকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস
৬ জানুয়ারি ২০১৯ ১৭:৪২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সিলেট: টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রীদের নাম ঘোষণা করেন। আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. একে আব্দুল মোমেনকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন সিলেটে তার কর্মী ও সমর্থকরা।
নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই সিলেট আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান আজাদ তার ফেসবুক আইডিতে ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।
এক স্ট্যাটাসে আজাদ বলেন, ‘সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এম. পি. স্যার’কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অভিনন্দন ও শুভ কামনা রইলো ড. এ কে আব্দুল মোমেন এম.পি. স্যারের জন্য।’
সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা এডভোকেট আফসর আহমদ লিখেছেন- ‘মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন স্যারকে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করায় মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অভিনন্দন ও শুভ কামনা রইলো ড. এ কে আব্দুল মোমেন স্যারের জন্য।’
জাতিসংঘ মিশন থেকে প্রায় তিন বছর আগে ড. মোমেন দেশে ফিরে আসেন। এরপর থেকে সিলেট-১ আসনকে ঘিরে নির্বাচনে প্রস্তুতি শুরু করেন আব্দুল মোমেন। তিনি নৌকার প্রার্থী হিসেবে ২ লাখ ৯৮ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।
সারাবাংলা/এনএইচ