Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে ৩০ জনের মৃত্যু


৬ জানুয়ারি ২০১৯ ১৮:০২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আফগানিস্তানে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জানুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলের বাধাসখান প্রদেশের কোস্তান জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এলাকার স্থানীয়রা স্বর্ণের সন্ধানে প্রায় ২২০ ফুট গভীর গর্ত খুঁড়েন এবং তা ভেঙ্গে পড়ে। তালেবান আক্রমণের পর থেকে দেশটিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বেড়েছে। সেখানের খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেই। এমনকি সেগুলোর রক্ষণাবেক্ষণ প্রযুক্তি সেকেলে।

রাজ্য সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি বলেন, সরকারের কোন ধরনের সম্পৃক্ততা ছাড়াই গ্রামের মানুষেরা এ ধরনের  অবৈধ কাজের সাথে জড়িত।

তিনি আরও বলেন, আমরা সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছি। কিন্তু গ্রামের লোকেরা নিজেরাই লাশগুলো সরিয়ে নিচ্ছে।

দূরবর্তী প্রদেশ বাধাসখানের সাথে তাজিকিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্ত রয়েছে।

সারাবাংলা/এনএইচ

আফগানিস্তান খনি ধস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর