Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভা থেকে ‘হেভিওয়েট’সহ বাদ পড়লেন যারা


৬ জানুয়ারি ২০১৯ ১৯:০৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী থাকছেন। রোববার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নতুন ঘোষিত মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, আগের মন্ত্রিসভা থেকে পূর্ণমন্ত্রীই বাদ পড়েছেন ২৫ জন! এর মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্যও রয়েছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাদ পড়ার বিষয়টি অনুমেয়ই ছিল। তিনি এবারের নির্বাচনেও অংশ নেননি। পরে অবশ্য প্রধানমন্ত্রী চাইলে টেকনোক্র্যাট কোটায় কিছুদিন দায়িত্ব পালনে রাজি হবেন বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে আর দায়িত্বে রাখেননি আওয়াামী লীগ সভাপতি শেখ হাসিনা। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

এছাড়া বাদ পড়াদের তালিকায় রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু; বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী; স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন; নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন; ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ; রেলমন্ত্রী মো. মুজিবুল হক; বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজা উদ্দিন প্রামাণিক।

বিজ্ঞাপন

আরও বাড় পড়েছেন— প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বেসামরিক ও বিমান পরিবহনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

এছাড়া, গত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় স্থান পাওয়া ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি-ও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি।

গত মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলো থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু; শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ; সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন; পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবারে আসতে পারেননি মন্ত্রিসভায়।

কেবল পূর্ণ মন্ত্রী নয়, প্রতিমন্ত্রীদের মধ্যেও বড় একটি অংশ এবার মন্ত্রিসভায় স্থান পাননি। তাদের সংখ্যা ৯ জন। আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন— যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার; শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু); জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক; পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম; বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম; মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি; তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম; স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ (জাপা) ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এছাড়া, গত মন্ত্রিসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবারে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

গত মন্ত্রিসভার দুই উপ-মন্ত্রীও এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। তারা হলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপ-মন্ত্রী আরিফ খান জয়।

সারাবাংলা/এটি/টিআর

বাদ পড়লেন তারা মন্ত্রিসভা মন্ত্রিসভায় স্থান নেই

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর