Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় জেলিফিশের দংশনের শিকার কয়েক হাজার মানুষ


৭ জানুয়ারি ২০১৯ ১৪:১৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্র সৈকতে কয়েক হাজার মানুষ ব্লুবটল জেলিফিশের দংশনের শিকার হয়েছে। দংশনের আশঙ্কায় বন্ধ হয়ে যাচ্ছে সমুদ্রের সাঁতার কাটার জন্য নির্ধারিত জায়গাগুলো। খবর বিবিসির।

সার্ফ লাইফ সেভিং কুইন্সল্যান্ড (এসএলএসকিউ) জানিয়েছে, সপ্তাহান্তে জেলিফিশের দংশনের শিকার হওয়ার পর ২ হাজার ৬০০’র বেশি মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ব্লুবটলের দংশন প্রচণ্ড যন্ত্রণাদায়ক কিন্তু প্রাণঘাতী নয়।

সাধারণত শক্তিশালী বাতাসের ঝাঁপটায় সৈকতের কাছে চলে আসে জেলিফিশের দল। গত সপ্তাহে এসব জেলিফিশের অন্তত ১৩ হাজার দংশনের শিকার হয়েছেন কয়েক হাজার মানুষ। এসব দংশনের ঘটনার বেশিরভাগই ঘটেছে কুইন্সল্যান্ডের জনবহুল গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট অঞ্চলে।

ব্লুবটল জেলিফিশ দেখতে নীলচে থলের মতো। এরা সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সমুদ্রের পানিতে বা সৈকতের বালিতে থাকা মানুষরা তাদের দংশনের ঝুঁকিতে থাকে।

এসএলএসকিউ বলেছে, ব্লুবটল জেলিফিশের দংশিত হলে বরফ বা গরম পানি দিয়েই তার চিকিৎসা করা যায়। তবে অনেককে প্যারামেডিকদের শরণাপন্ন হতে হয়েছে।

উল্লেখ্য, জেলিফিশের তৎপরতায় বেশ কয়েকটি ব্যস্ত সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর