Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক


৭ জানুয়ারি ২০১৯ ১৫:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে উত্তরার আব্দুল্লাপুর-এয়ারপোর্ট সড়কে শ্রমিকদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, রোববার (৬ জানুয়ারি) উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। মালিকপক্ষের আশ্বাসে ওই দিনের মতো অবরোধ তুলে নেওয়া হয়। তবে তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করা হয়। ফলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন: আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তরায় যান চলাচল বন্ধ

অবরোধ চলাকালে এয়ারপোর্ট মোড়ে এনা পরিবহনের একটি বাসের হেলপার একজন গার্মেন্টস শ্রমিককে মারধর করলে ওই বাসটি পুড়িয়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা।

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান শ্রমিকদের আন্দোলন সম্পর্কে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। যেহেতু আজ মন্ত্রিসভার শপথ, তাই এ শপথ গ্রহণ শেষ হলে নতুন মন্ত্রীর সঙ্গে আমরা ও গার্মেন্টস মালিকরা বসে এ বিষয়ে আলোচনা করবো।

সারাবাংলা/ এনএইচ

শ্রমিক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর