Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাংক প্রধানের হঠাৎ পদত্যাগ


৮ জানুয়ারি ২০১৯ ০১:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পদত্যাগ করেছেন বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম। ছয় বছর সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর অনেকটা আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার এই পদত্যাগের ঘোষণা কার্যকর হবে। অর্থাৎ জানুয়ারি মাসেও তিনি দায়িত্ব পালন করবেন।

২০১৭ সালে পুননির্বাচিত হওয়ার পর  ৫৯ বছর বয়সী কিমের আগামী ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল।

এক বিবৃতিতে জিম ইয়ং কিম বলেন, এই বিশেষ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করাটা ছিল বিরাট সম্মানের ব্যাপার। বাংলাদেশ সময় সোমবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টেও পদত্যাগের ঘোষণা দেন কিম।

তবে কি কারণে তিনি পদত্যাগ করছেন তার কোনো কারণ দেখানো হয়নি। নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এসএমএন

বিশ্বব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর