Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতি মন্ত্রীর


৮ জানুয়ারি ২০১৯ ০৪:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : ভূমি ব্যবস্থাপনায় কোন প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে।’

সোমবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে মন্ত্রীর নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে চট্টগ্রামের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে দেশে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভূমি মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি গ্রাম হবে শহর, এ শ্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করবো। গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে আগামি দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে।’

দারিদ্র্য ও বেকার মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেও আহ্বান জানান মন্ত্রী।

সারাবাংলা/এসএমএন

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর