Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


৮ জানুয়ারি ২০১৯ ১২:১৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

মেয়েটির বাবা জানান, তারা তুরাগ ১০নম্বর সেক্টর এলাকায় থাকে। মেয়েটি স্থানীয় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

তিনি অভিযোগ করে বলেন, ‘সোমবার রাতে একই এলাকায় খালার বাসা থেকে নিজের বাসায় আসার সময় সবুজ নামের এক লোক তাকে জোরপূর্বক একটি টিনের ছাপড়া ঘরে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পরে। সোমবার মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষক সবুজকে সে চেনে না। তবে চেহারা দেখলে চিনতে পারবে বলে।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার থেকে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর