নিজ মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত গাজী দস্তগীর
৮ জানুয়ারি ২০১৯ ১৩:১২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ দফতরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথমদিনের অফিসে এসে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আগের মন্ত্রী যেসব কাজ অসমাপ্ত রেখে গেছেন দায়িত্ব নেওয়ার পর দেশের স্বার্থে সেগুলো আগে শেষ করতে চাই।’
এ ছাড়া সুশাসনটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অনেক উন্নয়ন করেছি আর তার সঙ্গে আমাদের সুশাসনটা বড় প্রয়োজন। দেশের বেকার সমস্যা দূর হবে। অর্থনৈতিক উন্নয়ন হবে। সুখ শান্তি বৃদ্ধি পাবে। দেশের এতো উন্নয়ন হবে, আমরা পাকিস্তানকে ছাড়িয়ে যাবো সেটা চিন্তাও করতে পারিনি। পাট ও বস্ত্র আমাদের একটি বড় শিল্পখাত। এখানে আমাদের নতুন প্রজন্মের অনেকের কর্মসংস্থান হবে।’
তিনি আরও বলেন, ‘ইমাজ উদ্দিন আমাকে অনেক ভালোবাসেন। তিনি নিজে আমাকে মন্ত্রীর চেয়ারে বসিয়ে দিয়েছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানায়। এর আগে ধারাবাহিকভাবে ইমাজ উদ্দিন যেসব কাজ করেছেন সেগুলো এগিয়ে নিয়ে যাব।’
এ ছাড়া দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাবো উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যেহেতু ব্যবসায়ের সঙ্গে যুক্ত—আমার ব্যবসায়ের অভিজ্ঞতা আছে তাই এই মন্ত্রণালয়ের উন্নতি অবশ্যই হবে। একই সঙ্গে আমাদের টার্গেট ২০৪১ সালের আগে উন্নত দেশে উন্নীত হওয়া। এজন্য নতুন প্রজন্মের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে। তাদের বেকারত্ব দূর করতে হবে। বস্ত্র ও শিল্পখাতে আরও বিনিয়োগ বাড়াতে হবে। সুতরাং বস্ত্র ও শিল্পখাতে কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক দুটোই সমানভাবে জড়িত আছে। তাই দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্র বাড়াতে হবে। আর এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
‘পাট শিল্পকে এগিয়ে নিতে হলে এটি বহুমুখি করতে হবে। খরচ কমিয়ে আনতে হবে। নয়তো আমরা বাজারে টিকতে পারব না। একই সঙ্গে কীভাবে বাজারে টিকে থাকতে পারি সেটার জন্য পরিকল্পনা নেওয়া হবে। অন্যদিকে দাম সহনীয় পর্য়ায়ে থাকলে প্রাইভেট ব্যবসায়ীরা পাট সেক্টরের উন্নয়নে অবশ্যই এগিয়ে আসবে’—জানান বস্ত্র ও পাটমন্ত্রী।
এর আগে নতুন মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রীর আসনে বসিয়ে দেন সদ্য বিদায়ী মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
সারাবাংলা/এজেড/এইচএ/এমআই