Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি অধিগ্রহণের আগেই ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ


১ ডিসেম্বর ২০১৭ ১২:২৭

সারাবাংলা প্রতিবেদক

প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণের আগেই ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চারটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

শুক্রবার দুপুরে বয়ড়া মাসুম খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিল নিয়ে বড় বেড়া খাড়ুয়া, বয়ড়া মাসুম, চক বয়ড়া ও খাস বড় শিমুল এলাকা প্রদক্ষিণ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ইতোমধ্যে কর্তৃপক্ষ প্রস্তাবিত ইকোনোমিক জোন এলাকায় লাল নিশান লাগিয়েছে। কিন্তু এখনও কৃষকরা তাদের জমির মূল্য পায়নি। পাশাপাশি এ অঞ্চলে বাস করা কয়েক হাজার পরিবারের বাড়িঘর ও গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ফলে আমরা জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছি।

স্থানীয় গোলাম হোসেন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বোরহান হোসেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বদর তালুকদারসহ আরও অনেকে।

১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর