Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতি বিভাগে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে’


৮ জানুয়ারি ২০১৯ ১৫:২৩

।। স্পেশাল  করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়েন সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে। শেষ করা হবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া।’

মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে নতুন এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।’

ডা. জাহিদ মালেক বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে তা পূরণ করা হবে। স্বাস্থ্যবিভাগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষপ নেওয়া হবে।’

সারাবাংলা/জেএ/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর