Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি মেজবাহ’র পরিবারকে ঢাকায় আনছে র‍্যাব


১৪ জানুয়ারি ২০১৮ ১৮:৫৬

সিনিয়র করেসপন্ডেন্ট

নাখালপাড়ায় অভিযানে নিহত মেজবাহ উদ্দিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মেহেদি হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর মেহেদি হাসান বলেন, নিহত জঙ্গি মেজবাহ উদ্দিনের পরিচয় নিশ্চিতের পর সম্পর্কে বিস্তারিত জানতে তার পিতা, মাতা, স্ত্রী ও ভাইকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। কুমিল্লা থেকে র‍্যাবের একটি গাড়িতে তাদের ঢাকায় আনা হচ্ছে।

এর আগে রোববার দুপুরের দিকে মেজর মেহেদি হাসান বলেছিলেন, গত ১২ জানুয়ারি  রাজধানীর নাখালপাড়ার রুবি ভিলার পঞ্চম তলায় জঙ্গিবিরোধী অভিযানে জাহিদ নামে যে দুইটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তার একটির ফ্রিঙ্গার প্রিন্ট অন্য একটি জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলে যায়। সেই অনুযায়ী তার নাম মেজবাহ উদ্দিন বলে র‍্যাবের কর্মকর্তারা নিশ্চিত হন। তার পিতার নাম এনামুল হক, মাতা-তাহমিনা আক্তার এবং তার বাড়ি কুমিল্লা জেলায়।

সারাবাংলা/ইউজে/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর