Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনীতির ড্রাইভিং সিটে বসবে বেসরকারি খাত: অর্থমন্ত্রী


৮ জানুয়ারি ২০১৯ ১৬:৪৬

।। জোসনা জামান, স্টাফ করসপনডেন্ট ।।

ঢাকা: বেসরকারি খাতের উদ্যোক্তারা আবারও বিনিয়েগে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, ‘অর্থনীতির ড্রাইভিং সিটে বেসরকারি খাত বসবে। যারা এখন বিনিয়োগ করছেন না, তারাও তাদের ফিরিয়ে আনবো। আগামী ৫ বছরে অনেকেই ফিরবেন।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) অর্থমন্ত্রী হিসাবে দ্বিতীয় দিন আগের কার্যালয়ে (পরিকল্পনা মন্ত্রণালয়ে) বসে সারাবাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘কস্ট অব ডুয়িং বিজনেস পরিবেশ সহজ করবো। ব্যবসার পরিবেশ উন্নত হবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগ অনেক আসবে। আমার মূল লক্ষ্য হচ্ছে, প্রো ডেভেলপমেন্ট, প্রো গ্রোথ, প্রো ম্যানুফ্যাকচারিং ও প্রো-কর্মসংস্থান করা।’

যারা কর দেওয়ার, তারা দেবেন বলেই আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘যারা কর দেন তাদের আহত না করেই রাজস্ব আয় বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘যারা যোগ্য, তাদের সবাইকে করের আওতায় আনা হবে। এ বিষয়ে আমি দ্রুত সিদ্ধান্ত নেবো। সেই সঙ্গে বৈঠক করবো, কোন খাতে কত রেট নির্ধারণ করা যায়, কোন খাত থেকে বেশি রাজস্ব আসবে, তাও নির্ধারণ করবো।’

দেশের অর্থনীতি শক্তিশালী হলেও কিছু জায়গায় বিতর্ক রয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘সেটি হচ্ছে আর্থিক খাতে খারাপ অবস্থা। তবে, যতটা শুনতে পাই, ততটা খরাপ অবস্থা নয়। যদি ব্যাংকিং খাত বা আর্থিক খাত অতটা খারাপ হতো, তাহলে সার্বিক অর্থনীতি এতটা উন্নত হলো কীভাবে? অর্থনীতিতে গতিবেগ আসলো কীভাবে, প্রবৃদ্ধি হলো কীভাবে? তবে যেসব যেটুকু সমস্যা আছে, তা সমাধানের জন্য আমি ব্যবস্থা নেবো।’ তিনি বলেন, ‘আমি মনে করি, সহজ উপায় হচ্ছে সংস্কার। যেসব জায়গায় দীর্ঘ দিন হাত দেওয়া হয়নি, যেসব জায়গা নিয়ে ভাবতে হবে।’

বিজ্ঞাপন

সদ্য সাবেক হওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রশংসা করে নতুন অর্থমন্ত্রী বলেন, ‘তিনি অনেক কিছুই করেছেন। অর্থনীতি গতিশীল করতে মুহিত ভাইয়ের অবদান রয়েছে। তিনি অর্থনীতিকে গতিশীল রাখতে কাজ করেছেন। তিনি যে বয়সে কাজ করেছেন, আমরা ওই বয়সে সেটি আমরা পারবো কি না জানি না।’ তিনি বলেন, ‘আমরা এত দিন অনেক অবকাঠামো তৈরি করেছি। সেগুলোর এগিয়ে চলছে। এগুলোর পাশাপাশি বিশ্বাস হচ্ছে, শক্তিশালী অবকাঠামো। মানুষকে আস্থার জায়গায় নিয়ে যাওয়া। মানুষের মধ্যে যখন বিশ্বাস জন্ম হবে, তখন তারা সম্পূর্ণরূপে কাজ করার জন্য এগিয়ে আসবে।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট নতুন কিছু নয়। তবে বাজে শুধু এক বছরের আয়-ব্যয়ের হিসাব নয়। বাজেটে এ বছরের কথা থাকবে। আগামী ৫ বছরে কী থাকবে, তার রিফ্লেক্ট থাকবে। এখনকার চাহিদা ও আগামী ৫ বছরের চাহিদা নিরূপণ করতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আবারও একটি দেশকে পেছনে ফেললো।’ এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সারাবাংলা/জেজে/ এমএনএইচ

অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর