Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইফা’র মৃত্যু, হাইকোর্টের নির্দেশে তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়


৮ জানুয়ারি ২০১৯ ১৮:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাফিদা খান রাইফা’র মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি চট্টগ্রামে এসেছিল। তদন্ত কমিটির সদস্যরা রুবেল খান এবং বেসরকারি ম্যাক্স হাসপাতালের অভিযুক্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অভিযোগকারী এবং অভিযুক্তদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন চার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। অভিযুক্তদের মধ্যে ছিলেন, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান এবং তিন চিকিৎসক বিধান রায় চৌধুরী, দেবাশীষ সেন গুপ্ত ও শুভ্র দেব।

উভয়পক্ষের বক্তব্য গ্রহণের পর তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. সাইফুল্লাহিল আজিম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আমরা তদন্ত করতে এসেছি। তদন্তকালীন তদন্তের বিষয়ে কথা বলা সমীচিন নয়। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা অভিযোগকারী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কথা বলেছি। মনে করেছি হাসপাতালে যাওয়া প্রয়োজন। সেখানেও গিয়েছি। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে তদন্ত কমিটিকে তথ্য দিয়ে বেরিয়ে সাংবাদিক রুবেল খান বলেন, ‘আমি আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

গত ২৯ জুন চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে গলা ব্যাথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইফা। রুবেল খান অভিযোগ করেছিলেন-ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে তদন্তে চিকিৎসকদের অবহেলার বিষয়টি প্রমাণ হয়েছে। রুবেল খান নগরীর চকবাজার থানায় এবং হাইকোর্টে আলাদাভাবে মামলাও করেছেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

রাইফা শিশু রাইফা খানের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর