Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিইউএমসিজেএএ-এর বার্ষিক সাধারণ সভা ১৯ জানুয়ারি


৮ জানুয়ারি ২০১৯ ১৮:৫৬

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিচেএএ) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বেশ কয়েকজন মন্ত্রী, বিচারপতি, সচিব ও মিডিয়া ব্যক্তিত্ব সভায় উপস্থিত থাকবেন।

এ ছাড়া যারা অ্যালামনাই অ্যাসোনিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হতে আগ্রহী তাদের আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঁচ শত টাকা জমা দিয়ে ফরম নিতে বলা হয়েছে। যেসব সদস্যরা বর্ষিক সাধারণ সভায় অংশ নিতে ইচ্ছুক তাদের সাংবাদিকতা বিভাগে অথবা এলামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে www.dumcjaa.com গিয়ে ১৪ জানুয়ারির মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালানাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকারও অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এমআই

বার্ষিক সাধারণ সভা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর