Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণকারীদের শাস্তির দাবিতে জাবিতে বিক্ষোভ


৮ জানুয়ারি ২০১৯ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। জাবি করেসপন্ডেন্ট ।।

নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে কয়েকটি ভবন ও সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘ভোটকে কেন্দ্র করে নোয়াখালীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ করে সরকার দলীয় সন্ত্রাসীরা যা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার উপর আঘাত এবং একই সাথে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে ধর্ষণের সামিল। সমগ্র রাষ্ট্রে অবিচার চলছে যেন দেখার কেউ নেই। কিন্তু উদ্বেগের বিষয় হলো রাষ্ট্র-যন্ত্র এসব হত্যাকাণ্ড, ধর্ষণের বিচার করছে না। আমরা এসবের তীব্র নিন্দা জানাই এবং অতিদ্রুত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।’

বিজ্ঞাপন

শাখা সমাজতান্ত্রিক ছাত্র-ফ্রন্টের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাহাতির মোহাম্মদ বলেন, ‘আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এরূপ ঘটনায় নিশ্চুপ থাকতে পারিনা। আমরা নিশ্চুপ হলে অপরাধী সুযোগ পেয়ে যাবে। দেশের সকল নাগরিককে এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সঙ্গে সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

সারাবাংলা/এনএইচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবাদ সমাবেশ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর