Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় অভিষেক নওফেলের, চট্টগ্রাম কলেজে আনন্দ মিছিল


৮ জানুয়ারি ২০১৯ ২২:০৭

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গণি বেকারী মোড়, গুলজার মোড়, অলি খাঁ মসজিদ মোড় ঘুরে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিল শেষে নেতা-কর্মীরা সমাবেশ করেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক উতিলা মারমা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খন্দকার নাঈমুল আজমসহ অনেকে।

ছাত্রলীগ নেতারা বলেন, জনগণের আস্থার প্রতিফলন হিসেবে জননেত্রী শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী চট্টগ্রামের অবিসংবাদিত নেতা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। মহিবুল হাসান চৌধুরী নওফেলের মতো তরুণ নেতাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় সারাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রাণোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম হবে একটি আধুনিক শিক্ষাবান্ধব নগরী।

বিজ্ঞাপন

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার উপমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন নওফেল।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর