Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ থাকার ১ ঘণ্টা পর হিথ্রোয় বিমান ওঠানামা শুরু


৯ জানুয়ারি ২০১৯ ০৩:১৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আকাশ সীমার ভেতর একটি ড্রোন উড়তে দেখার কারণে এক ঘণ্টার বেশি সময় বিমান ওঠানামা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সোয়া ৬টার দিকে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এর আগে বিকেল ৫টার দিকে হিথ্রো বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

মেট্রোপলিটন পুলিশের বরাত  দিয়ে বিবিসি ও রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে হিথ্রো বিমানবন্দরের কাছে আকাশে একটি ড্রোন ওড়ার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও ব্যস্ত এই বিমানবন্দরের। যাত্রীদেরও জানিয়ে দেওয়ায় বিলম্বের কারণ। ড্রোন-প্রতিরোধী যন্ত্র ব্যবহার করতে খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও।

প্রায় এক ঘণ্টা পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১১ মিনিট থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে।

আরো পড়ুন : ড্রোন দেখা যাওয়ায় হিথ্রোয় বিমান ওঠানামা বন্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর