Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিল পাস


৯ জানুয়ারি ২০১৯ ১১:৫০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কংগ্রেসের তুমুল বিরোধিতা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোতে (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান) নির্যাতনের শিকার আশ্রয়প্রার্থী অমুসলিমদের নাগরিকত্ব দিতে বিল পাস করেছে ভারতের লোকসভা। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৮ জানুয়ারি) পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাস হয়। বুধবার (৯ জানুয়ারি) রাজ্যসভায় বিলটি উত্থাপিত হবে। সেখানে পাস হয়ে আইনে পরিণত হলে, ধর্মীয় সহিংসতা অথবা নির্যাতনের শিকার অমুসলিমরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টানদের ভারতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে।

তবে লোকসভায় বিলটি পাস হওয়ার পরপরই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় একাট্টা হয়েছে কংগ্রেসহ বামপন্থি দলগুলো। তারা প্রস্তাবিত আইনটিকে ‘বিভেদমূলক’ দাবি করে বলছে, কোনো নির্দিষ্ট (মুসলিম) সম্প্রদায়ের বাইরের মানুষদের নাগরিকত্ব দেওয়ার এমন আইন ভারতের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।

তারা এই আইনে মুসলিমদের অন্তর্ভুক্তি দাবি করেছে। বিজেপির এই পদক্ষেপকে আখ্যা দিয়েছে ভোটের রাজনীতি হিসেবে।

এর আগে, বাংলাদেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে বলে জানিয়েছিলো এই সংক্রান্ত সংসদীয় কমিটি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর উত্থাপিত ‘নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯’-এ বাংলাদেশি অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

সারাবাংলা/এনএইচ

অমুসলিমদের নাগরিকত্ব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর