Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক মাসের মধ্যেই সমস্যার সমাধান, কাজে যোগ দিন’


৯ জানুয়ারি ২০১৯ ১৪:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামি এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই, শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের বেতন কমে গেলে তা আগামি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে। নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক ও মালিক পক্ষের ৫ জন করে প্রতিনিধি এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর শ্রমিকদের বেতনের সমস্যার বিষয়টি সমাধান করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এ ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোকের উস্কানি থাকে। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে।’

উল্লেখ্য, বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।

সারাবাংলা/জেএএম

বাণিজ্যমন্ত্রী শ্রমিক সমস্যার সমাধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর