কক্সবাজারে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০১৯ ১৫:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কলাতলী কাটাপাহাড় এলাকা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর (২৫) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। বুধবার (৯ জানুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ উদ্দিন জানান, জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রির পাশাপাশি জাহাঙ্গীর ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধকর্মের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক বিক্রির অভিযোগে তিনটি, ছিনতাইয়ের অভিযোগে দু‘টি, ডাকাতির অভিযোগে দু‘টি এবং একটি হত্যা মামলা রয়েছে।
তার স্বজনরা মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, জানান ফরিদ উদ্দিন।
সারাবাংলা/এটি