Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বৈদেশিক ঋণচুক্তির শর্ত বাংলাদেশের পক্ষে রাখবেন’


৯ জানুয়ারি ২০১৯ ১৮:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বৈদেশিক ঋণচুক্তির শর্ত যেন বাংলাদেশের পক্ষে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বুধবার (৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে ইআরডির কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের শক্ত অবস্থানে থেকে বৈদেশিক ঋণ সংস্থার সঙ্গে সমঝোতা করতে হবে, যাতে বাংলাদেশের স্বার্থ ঠিক থাকে। ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে এক ঘন্টার জন্যও দেরি করেনি। বাংলাদেশের বৈদেশিক ঋণ-জিডিপির অনুপাত মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। যেখানে ঝুঁকিমূক্ত মাত্রা হলো ৪০ শতাংশ। তাই, ইআরডিকে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে ‘

‘আপনারা ঋণ সক্ষমতা ধরে রাখুন। তাহলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।’ যোগ করেন অর্থমন্ত্রী।

মুস্তাফা কামাল প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে গ্রামীণ জীবনমান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ছোট আকারের প্রকল্পে ঋণ সহায়তার প্রাধিকার প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি ইআরডির কার্যক্রম আরো গতিশীল করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সারাবাংলা/জেএএম

অর্থমন্ত্রী ইআরডি বৈদেশিক ঋণচুক্তির শর্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর