Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহ চলবে পুরো মাস, মারা গেছে আরও ৪ জন


১৫ জানুয়ারি ২০১৮ ০৮:৫৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

ঢাকা: ঘন কুয়াশা আর হিমেল বাতাসের সাথে সারাদেশে আজও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ । আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, পুরো জানুয়ারি মাস জুড়েই চলবে শীতের এই প্রকোপ। এ মাসেই আবারও হানা দেবে তীব্র আরও একটি শৈত্যপ্রবাহ ।

এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। রাত সাড়ে তিনটায় এই রুটের মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। এছাড়া প্রায় পাঁচ শ’ যানবাহন আটকা পড়েছে ফেরিঘাটের দুই পাড়ে।

আবহাওয়া  অফিস জানায়, আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে। সেখানকার আজকের তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

শীতের তীব্রতায় রাজধানীসহ সারাদেশের নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও চারজন মারা গেছেন।

এমন হাড় কাঁপানো শীতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে সকালের শিফটের স্কুলের খুদে শিক্ষার্থীরা।  রাজধানীতে অনেককেই দেখা যায় টুপি আর চাদরে মুড়ে হিমবাতাস মোকাবেলা করে ছুটছে স্কুলের পথে। মাঘের এমন তীব্র শীতে স্কুলের সময়সূচী পেছানো উচিত বলে জানালেন অভিভাবকরা। তেজগাঁয়ের সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সোহম  ইসলামের(৮)  বাবা সুমন ইসলাম বলেন, এই কনকনে শীতে শিশুরা কীভাবে স্কুল  আসে? এটা অমানবিক। অবশ্যই স্কুল কতৃপক্ষের সময়সূচী পেছানো উচিত।

সারাবাংলা/জেডএফ/এমএ

শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর