Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটেও অস্থির চালের বাজার


৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। বিলকিস আক্তার সুমি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: নির্বাচনের পর থেকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে সিলেটের বাজারে চালের দাম। এখনো অব্যাহত রয়েছে দাম বৃদ্ধি। প্রতি বস্তা চালের দাম বেড়েছে একশ থেকে দেড়শ টাকা হারে। কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন- নির্বাচনের সময় সরকারের মনিটরিং না থাকার কারণে এই দাম বাড়ানো হয়েছে। খুব তাড়াতাড়ি এই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা।

সিলেটের কালিঘাট ও কাজিরবাজার এলাকায় রয়েছে চাল বিক্রির দুটি বড় হাট। এ দুটি বাজার থেকেই চাল বিক্রি করা হয় সিলেট জেলায়। বুধবার বিকেলে এ দুটি বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে- ২ জানুয়ারি থেকে বেড়েছে চালের দাম। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রংপুর, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দেন। এ কারণে সিলেটের বাজারে বস্তাপ্রতি দেড়শ থেকে দুইশ টাকা হারে খুচরা বাজারে বেড়েছে চালের দাম। সিলেটের স্থানীয় চাল বস্তাপ্রতি একশ থেকে দেড়শ টাকা হারে বেড়েছে।

বিজ্ঞাপন

সিলেটের কাজিরবাজারে বুধবার বিকেলে দেখা গেছে মোটা আতব চাল বস্তাপ্রতি ১২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। কয়েক দিন আগেও এই চাল বস্তাপ্রতি ১১০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। চিকন আতব চালের দাম আগে ছিল বস্তাপ্রতি ১৩০০ টাকা, এখন সেটি বস্তাপ্রতি ১৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুরাতন আতব চাল আগে বস্তাপ্রতি বিক্রি হয়েছে ১৬০০ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৭৫০ টাকা হারে। একই সঙ্গে পুরাতন চিকন আতব চাল বস্তাপ্রতি আগে বিক্রি হতো ২৪০০ টাকা হারে, এখন সেটি বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ২৫৫০ টাকা করে। মিনিকাট সিদ্ধ চালের দাম আগে বস্তাপ্রতি ছিল ১৭৫০ টাকা, এখন সেটি ১৮৫০ টাকা হারে বিক্রি হচ্ছে। মাইজম মিনিকেট চালের দাম বেড়ে বস্তাপ্রতি ১৬৫০ টাকা হয়েছে। তবে, মোটা সিদ্ধ চালের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেটের বাজারে উত্তরাঞ্চলের চালের পাশাপাশি সুনামগঞ্জের চালও আসে। স্থানীয়ভাবে সুনামগঞ্জেও চালের দাম বেড়ে যাওয়ায় দ্রত সিলেটে দাম বাড়ে বলে জানিয়েছেন কাজিরবাজারের চালের আড়তদাররা। তারা জানিয়েছেন- বোরো মৌসুমের চাল না আসা পর্যন্ত এবার আর চালের দাম কমবে না। এবার নতুন চাল বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছে। এই দাম আগামী দুমাস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। বোরো ফসল ঘরে ওঠার পর চালের দাম স্থিতিশীল হতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

সিলেটের চাল ব্যবসায়ী কয়েস আহমদ জানিয়েছেন- চালের দাম বাড়ার অন্যতম কারণ হতে পারে সিন্ডিকেট। নির্বাচনের সময় সরকারের তরফ থেকে বাজার তদারকি হয়নি। এই সুযোগে চাল সিন্ডিকেটরা দাম বাড়িয়ে দিয়েছেন। নতুন চাল বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম না কমে এবার বেড়ে যাওয়ায় খুচরা ব্যবসায়ীরাও অবাক হয়েছেন বলে জানান তিনি। কাজিরবাজার এলাকার ক্রেতা হোসেন আহমদ, রহিম আহমদ সারাবাংলাকে জানিয়েছেন- মাত্র এক সপ্তাহে চালের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এজন্য নতুন সরকারকে এ ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

সিলেটের কালিঘাটের চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমদও নতুন ও পুরাতন চালের দাম বৃদ্ধির কথা স্বীকার করেছেন। বলেছেন- সিলেটের ব্যবসায়ীরা বেশি দামে চাল ক্রয় করলে বিক্রয়ও করবেন বেশি দামে। এটাই ব্যবসার নিয়ম। সুতরাং দাম বাড়ার ব্যাপারে সংশ্লিষ্টদেরই তদারকি করতে হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এমআই

চালের বাজার সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর