Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শ্রমিকদের কম বেতন যোগ-বিয়োগের ভুল: শ্রম প্রতিমন্ত্রী


৯ জানুয়ারি ২০১৯ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকারের ঘোষণার পরও কোনো পোশাক শ্রমিক যদি কম বেতন পেয়ে থাকেন সেটি যোগ বিয়োগের ভুলের কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। সরকার ন্যূনতম যে বেতন ঠিক করে দিয়েছে আর মালিকপক্ষ যে বেতন দিচ্ছে তাতে কোথাও যোগ-বিয়োগের ভুল হতে পারে। আর শ্রমিকদের মধ্যে অসন্তোষের পেছনে রাজনৈতিক কোনো ইন্ধনও থাকতে পারে।’

‘আমরা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করেছি। কমিটিতে শ্রমিক প্রতিনিধিও রাখা হয়েছে। এই কমিটি আগামীকাল প্রথম বৈঠক করবে। বৈঠকে সবার কথা শোনা হবে। কোথাও কোনো গরমিল থাকলে কালকেই সমাধান করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার বলেছেন, পোশাক খাতের যে সমস্যা তা একমাসের মধ্যে সমাধান করা হবে। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি পোশাক খাতের সব সমস্যা এক মাসের মধ্যে সমাধান করা হবে।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের প্রতি অনুরোধ যেন আগামীকাল তারা মাঠে না নামেন। কারণ কারখানা বন্ধ থাকলে মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। ভাঙচুর করে দাবি আদায় করা যায় না, সব সমাধান আলোচনার মাধ্যমে করতে হয়।’

সারাবাংলা/ইউজে/একে

ন্যূনতম মজুরি পোশাক খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর