টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতার মৃত্যু
১০ জানুয়ারি ২০১৯ ১১:১১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪৭) ও আবুল কালাম (৩৫) নামের দুই মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। উদ্ধার করা হয় পাঁচটি দেশীয় এলজি ও ২২ হাজার পিস ইয়াবা।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফনদীর খুরেরমুখ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে ও আবুল কালাম একই ইউনিয়নের কাটাবনিয়ার আব্দুর রহমানের ছেলে। এরা দু’জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘মাদক ব্যবসায়ী’ বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, এই ঘটনায় পুলিশের টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ, কনস্টেবল হৃদয়সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ভোরে অভিযানে নামেন। ওই সময় টেকনাফ খুরেরমুখ এলাকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইয়াবা বিক্রেতারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা বিক্রেতারা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ দেখতে পায়।
নিহত আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানবপাচার সহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনএইচ