Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে আজও রাস্তায় পোশাক শ্রমিকরা


১০ জানুয়ারি ২০১৯ ১৩:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সাভার: ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় রাস্তায় পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। সাভার-আশুলিয়া সড়কের বেরন এলাকায় নেমে আসে শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শিল্প পুলিশ-১ এর পরিচালক শানা শামীনুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জানুয়ারি)  সাভার আশুলিয়া ও টঙ্গীর বিভিন্ন কারাখানার পোশাক শ্রমিকরা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ দিকে বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় ও এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাভারের রেডিও কলোনী এলাকায় শ্রমিকরা সংঘবন্ধ হতে থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সকালে বেতন বৃদ্দির দাবিতে সাভারের আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। শ্রমিকরা আশেপাশে অবস্থান নিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায়। আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা।

পুলিশ জানায়, সকালে বেরন এলাকার শারমিন গ্রুপের এএম ডিজাইন কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়কে বেরিয়ে আসেন। এ সময় শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। পরে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক শানা শামীনুর রহমান জানান, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়াসহ বেশ কিছু এলাকার প্রায় ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে সাভারের হেমায়েতপুর, কর্নপাড়া ও সাভার থানাস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবি তাদের গাড়ি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছে। শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমএইচ

আন্দোলন পোশাক শ্রমিক বেতন বৃদ্ধি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর