ভোলায় নতুন গ্যাসক্ষেত্র
১৫ জানুয়ারি ২০১৮ ১১:০৪
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে দেশে ২৭টি গ্যাসক্ষেত্র পাওয়া গেল।
ত্রিমাত্রিক জরিপের পর পরীক্ষামূলকভাবে কূপ খনন করে গ্যাস পাওয়ার বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর এক কর্মকর্তা।
তবে এই গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যাবে কিনা এবং গ্যাসের মজুদ কী পরিমাণ তা জানতে এই সপ্তাহ লাগবে।
ভেদুরিয়ার কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘গ্যাসপ্রম’-এর নিজস্ব ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীরা। ৩৫০০ মিটার নিচে এই গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই কূপ খননে গ্যাসপ্রম রিগ জেটজে-৭০ এলডিবি-৪৫০ ২০০০ এইচপি ব্যবহার করছে।
সারাবাংলা/এইচএ/আইজেকে