Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজে নবীন বরণ


১০ জানুয়ারি ২০১৯ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২২০ মেডিকেল শিক্ষার্থীকে বরণ করে নিল ঢাকা মেডিকেল কলেজ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের মিলন অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের শপথ পাঠ করান কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, ‘সারা বাংলাদেশ থেকে মেধাতালিকায় ২২০ জন ছাত্র-ছাত্রী ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। শপথের মাধ্যমে কলেজ তোমাদের বরণ করে নিল। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু হলো।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘১০ জানুয়ারি একটি বিশেষ দিন। এই দিনটি হলো বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই বিশেষ দিনে নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নিলাম। যারা ভর্তি হয়েছে তারা বেস্ট স্টুডেন্টস। আশা করি তোমরা একদিন দেশের বেস্ট ডাক্তার হয়ে বের হবে।’

মন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেবাকে আরও উন্নত করা ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। অনেক রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যান। বাংলাদেশি চিকিৎসদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাহলে দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে।’

যাদের বয়স ৬৫ বছরের উপরে তাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দশ হাজার চিকিৎসক দেওয়ার প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচ হাজার বেডে রূপান্তরিত হতে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের জন্য ডরমেটরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ বলেন, ‘সবচেয়ে মেধাবী ছাত্র-ছাত্রীরা ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার সুযোগ পায়। প্রতিমন্ত্রী হিসেবে আমার কাজ হবে তোমাদের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির, সাধারণ সম্পাদক ডা. দেবেস চন্দ্র তালুকদারসহ আরও অনেকে।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক নবীন বরণ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর