Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু


১০ জানুয়ারি ২০১৯ ১৯:০৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: পিলখানা হত্যা মামলার আসামি আলীমুজ্জামান (৩৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন।

কারারক্ষী জানান, মৃত আলীমুজ্জামান পিলখানা হত্যা মামলার আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ১৭৮৪৫/১৬। বৃহস্পতিবার বিকেলে কারাগারের অসুস্থ হয়ে পড়ে এ কয়েদি। পরে কারাকর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আলিমুজ্জামানের বাবার নাম আব্দুল জব্বার।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

আসামি কয়েদি ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর