Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় মসজিদে ঈদ-এ মিলাদুন্নবীর মাহফিল


১ ডিসেম্বর ২০১৭ ১৪:২৭

সারাবাংলা প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এই মাহফিলের আয়োজন করে। ওয়াজ মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন  ক্বারি মাহিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এসময় প্রধান অতিথির আসন গ্রহণ করেন ধর্ম মন্ত্রণালয়ের সভাপতি বজলুল হক হারুন (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন এর গভর্নর আলহাজ্ব মিছবাউর রাহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর আল্লামা খন্দকার গোলাম মওলা নকশাবন্দী, ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আনিছুর রাহমান।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর মিছবাউর রাহমান চৌধুরী।  তিনি বলেন, আজ সৃষ্টি জগতের রহমত এর জন্মদিন। নবীদের নেতা মোহাম্মদ (সা.) কে আল্লাহ্‌র নেয়ামত। তিনি এসময় মহানবী (সা.) এর জীবনী নিয়ে কথা বলেন।

প্রধান বক্তা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি বজলুল হক হারুন (এমপি) বলেন, রোহিঙ্গাদের স্থান দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মুখ বিশ্বের কাছে উজ্জ্বল করেছেন। আজকের বিশ্বে প্রত্যেক মানুষের চরিত্র মহানবী (সা.) এর মত হওয়া উচিৎ। তিনি মহানবীর জীবনাদর্শ অনুসরণ করার পরামর্শ দেন।

এমএইচজে/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর