।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমানকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার মুজাটির গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, আজিজা রহমানের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আজিজা রহমানের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/ আরএ