Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে কারাদণ্ডিত রয়টার্সের দুই সাংবাদিকের আপিলের রায় আজ


১১ জানুয়ারি ২০১৯ ১২:২২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে কাজ করতে গিয়ে গ্রেফতার হওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের আপিলের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে শুক্রবার (১১ জানুয়ারি)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

২০১৭ সালের ডিসেম্বর মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন নিয়ে তদন্তকালীন সময়ে গ্রেফতার করা হয় রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ি ও’কে। পরবর্তীতে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে তাদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সাংবাদিকদ্বয়ের পক্ষের আইনজীবী থান জ অং বলেন, আমরা তাদের মুক্তির আশা করছি। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির থাকবেন না।

এদিকে সরকারি আইনজীবীরা জানিয়েছেন, রাখাইন অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর অভিযান নিয়ে গোপন তথ্য ছিল ওয়া লোন ও কিয়াও সোয়ির কাছে। উল্লেখ্য, গ্রেফতারের সময় তারা রাখাইনের এক গ্রামে ১০ রোহিঙ্গা হত্যার ঘটনার তদন্ত করছিলেন।

২০১৭ সালের ডিসেম্বরে পুলিশ সদস্যদের আমন্ত্রণে এক রেস্টুরেন্টে যাওয়ার পরই নিখোঁজ হন তারা। পরবর্তীতে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। ওয়া লোন ও কিয়াও সোয়ির দাবি, মিয়ানমার পুলিশ তাদেরকে ফাঁসিয়েছে।

তাদের বিচারকার্য বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ বিশ্ব নেতারা তাদের শাস্তির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

কিয়াও সোয়ির স্ত্রী চিত সু উইন জানান, তিনি রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকবেন ও রায় নিয়ে আশাবাদী।

উইন বলেন, আমি রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস তারা মুক্তি পাবে।

মিয়ানমারের বাইরে বীর হিসেবে দেখা হচ্ছে লোন ও সোয়ি’কে। টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার ২০১৮’র তালিকায় যৌথভাবে স্থান পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর নৃশংস অভিযান থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা। ওই অভিযান ঘিরে সামরিক বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, স্থলবোমা দিয়ে হামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। জাতিসংঘ অভিযানটিকে জাতি নিধন হিসেবে আখ্যায়িত করেছে।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর