Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পেঁয়াজের দাম কমছে


১১ জানুয়ারি ২০১৯ ১১:১৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি: দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকাবি বাজারে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ৬ টাকা। গত মঙ্গলবারও (৮ জানুয়ারি) হিলিতে পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) এই বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৯ থেকে ১১ টাকা কেজিতে। তবে খুচরা বাজারে এই দামের তেমন প্রভাব পড়তে দেখা যায়নি।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর, হুগলি ও গুজরাট, নাসিক ও পাটনা জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বছরের শেষ থেকে এ বছরের শুরুর কয়েকদিন বন্ধ থাকার পর ফের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফলে বেড়েছে পেঁয়াজের আমদানি। সে কারণেই ভারতীয় পেঁয়াজের দাম কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব বাবলু রহমান সারাবাংলাকে বলেন, সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। নতুন বছরে এসে ফের এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম অবস্থায় পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল। এখন ভারতে পেয়াঁজের ভরা মৌসুমে কারণে প্রচুর আমদানি হচ্ছে। এ কারণেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে পেঁয়াজের দাম আর বাড়বে না বলে তিনি জানান।

হিলি কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের ছয় কর্মদিবসে ভারতীয় ২২৫টি ট্রাকে ৪ হাজার ৯শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সারাবাংলা/টিআর

পেঁয়াজ পেঁয়াজের দাম কমছে

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর