Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


১১ জানুয়ারি ২০১৯ ১৩:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর নতুন বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও তিন আরোহী।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। সজিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কমলপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি রাজধানীর পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশে সিটি কপোরেশন স্টাফ কোয়াটারে থাকতেন।

মৃত সজিবের মামা সবুজ মোল্লা জানান, সিটি কপোরেশনের স্টাফ কোয়াটার থেকে মোটরসাইকেলে করে সজিব তার ছোট মামা মোহাম্মাদ আলীসহ দুজনকে নিয়ে রাতে নতুনবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। আহত অন্যরা ভালো আছে তবে মোহাম্মদ আলীর অবস্থা গুরুতর বলে জানান তিনি।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রগতি সরণিতে মোটরসাইকেল ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চারজন গুরুতর আহত হন। পরে আহতদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সজিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট ষ্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন কুমার সেনগুপ্ত (৪৩) নামে এক ব্যক্তি। পরে ঢাকা গামী একটি ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলে তিনি মারা যান। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর স্টেশন পুলিশ ফাঁড়ির (এসআই) দেলোয়ার ইসলাম জানান, সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত সাগর কুমার দক্ষিণ খান মেম্বারবাড়ি এলাকায় থাকতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমএইচ

ঢামেক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর