Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে স্টিল মিলে ৩ শ্রমিক দগ্ধ


১১ জানুয়ারি ২০১৯ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে কাঁচপুরের রহিম স্টিল মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- শামছুল হক (২০), সাগর আহমেদ (৪২) ও মকবুল হোসেন (৪০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ শ্রমিক মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এবং সাগর ও শামছুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিকদের উদ্ধারকারী আনোয়ার হোসেন জানান, সোনারগাঁওয়ের কাচপুরে রহিম স্টিল মিলে কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। রাতে মিলের চুল্লিতে লোহা গলানোর সময় হঠাৎ বিষ্ফোরণে তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, রাতে কাঁচপুর একটি স্টিল মিল থেকে তিন শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইইনিটে ভর্তি হয়েছেন।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

অগ্নিদগ্ধ ঢামেক বার্ন ইউনিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর