Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা, রেহানা ও পুতুলের কোনো ফেসবুক আইডি-পেজ নেই: আ. লীগ


১১ জানুয়ারি ২০১৯ ২০:৫২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনসচেতনতায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ জানুয়ারি) এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা ও পুতুলের নামে বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। এ সব পেজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে (যার লিঙ্ক: https://www.facebook.com/sajeeb.a.wazed)। এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি অফিসিয়াল ফেসবুক চালু আছে (যার লিঙ্ক: www.facebook.com/radwan.siddiq)। ফেসবুকের এই পেজ তারা নিজেরা পরিচালনা করেন।

এছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এড়াতে আওয়ামী লীগের ফেসবুক, টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সম্পর্কে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক: www.awamileague.1949, টুইটার লিঙ্ক: twitter.com/albd1971, ইউটিউব লিঙ্ক: youtube.com/user/myalbd

আবদুস সোবহান গোলাপ বলেন, ‘যারা শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের নামে আইডি বা পেইজ পরিচালনা করছেন। এই পেজগুলো আনঅফিসিয়াল ঘোষণার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত বছরের ১৮ আগস্ট আওয়ামী লীগ থেকে একই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা, রেহানা ও পুতুলের নামে চালু থাকা ভুয়া পেজ ও ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আওয়ামী লীগ ফেসবুক শেখ রেহানা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর