মেক্সিকোতে সহিংসতায় দুই দিনে ২৯ জনের মৃত্যু
১২ জানুয়ারি ২০১৯ ০১:২৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
প্রভাব বিস্তার ও মাদক সংশ্লিষ্ট ‘গ্যাং ভায়োলেন্স’ বা বিভিন্ন দলের সহিংসতায় মেক্সিকোতে দুই দিনে ২৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।
এর মধ্যে, দেশটির উত্তরাঞ্চলের তামাউলিপাস রাজ্যের সীমান্তে সামরিক বাহিনীর ওপর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালালে পাল্টা আক্রমণে নিহত হয় ৫ হামলাকারী। এই ঘটনায় আহত হয় ১ সৈন্য।
হামলাকারীরা সেনাদের মতোই ভারী সাজসজ্জা ও অস্ত্র নিয়ে এসেছিল বলে জানায় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন ওই এলাকাটি ‘ড্রাগ লর্ড’ মাদক সম্রাট জেটাসের আস্তানা। তার সাথে দ্বন্দ্ব রয়েছে আরেক মাফিয়া গালফ কার্টেলের। তাদের শত্রুতার জের ধরে এসব হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সেখানে বিভিন্ন এলাকায় ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ পাওয়া যাচ্ছে।
ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এনএইচ