মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে নাগরিক সংবর্ধনা
১২ জানুয়ারি ২০১৯ ০৩:৪৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বিশাল নাগরিক সংবর্ধনায় সিক্ত হয়েছেন। তাকে বরণ করে নিতে শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের রাজার মাঠে আয়োজন করা হয়েছে বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের।
শহর থেকে ২৩ কিলোমিটার দুরের কেরাণীহাট থেকে মন্ত্রীকে গাড়িবহরে করে শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে নিয়ে আসা হয়। তিনি বান্দরবানে প্রবেশের সঙ্গে সঙ্গে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এরপরই তিনি যোগ দেন রাজার মাঠের নাগরিক সংবর্ধনায়।
মন্ত্রীর আগমনে পুরো বান্দরবান শহরে ছিল সাজ সাজ রব। রাজার মাঠের মুক্ত মঞ্চকে প্রস্তুত করা হয়েছে আকর্ষণীয় সাজে। ফুলে ফুলে সাজানো হয়েছে মঞ্চসহ আশপাশ। তবে কেন্দ্রীয় নির্দেশে এবার ৭টির বেশি তোরণ নির্মাণ করেনি আয়োজকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতারা বান্দরবানবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং আসন থেকে টানা ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
সারাবাংলা/এনএইচ