Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও সড়কে পোশাক শ্রমিকরা


১২ জানুয়ারি ২০১৯ ১২:৩৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকার নির্ধারিত মজুরি কাঠামোর বৈষম্যের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে মিরপুর এলাকার দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজের সামনের সড়ক, শেওড়া পাড়া, মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়কে জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এতে ওইসব এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: আশ্বাস মানতে রাজি না, পোশাক শ্রমিকদের অবরোধ চলছেই

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির সারাবাংলাকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। এ কারণে যান চলাচল বন্ধ। পুলিশ চেষ্টা করছে, সড়ক থেকে তাদের সরিয়ে দিতে।

আরও পড়ুন: মিরপুরে মালিকের আশ্বাসে সড়ক ছেড়েছে শ্রমিকরা

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, বাংলা কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর করেছেন শ্রমিকরা। ভাঙচুরের ভয়ে অন্যান্য গাড়ি চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

মিরপুর-১৪ নম্বরে শ্রমিক বিক্ষোভের বিষয়ে কাফরুল থানার এসআই মাহফুজুর রহমান বলেন, এই এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। ফলে মিরপুর-কাকলী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ চেষ্টা করছে তাদের সরিয়ে দিতে।

আরও পড়ুন: মিরপুর ও উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সোহেল রানা নামে একজন পথচারী সারাবাংলাকে বলেন, দারুস সালাম-মিরপুর সড়ক বন্ধ থাকায় যানজট চরম আকার ধারণ করেছে। যানজট ছড়িয়ে পড়েছে শ্যামলী, মোহাম্মদপুর, আসাদ গেট, ফার্মগেট, বিজয় স্মরণী হয়ে, আগারগাঁও সড়ক পর্যন্ত। ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে যানজট ছাড়াতে।

আরও পড়ুন: আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তরায় যান চলাচল বন্ধ

ডিএমপির ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন বলেন, শ্রমিক বিক্ষোভের ফলে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে কিছু সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। পুলিশ চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক করতে।

সারাবাংলা/ইউজে/জেএএম

আজও সড়কে শ্রমিকরা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর