পরিপত্র আসছে, সম্পদের হিসাব দিতে হবে ভূমি মন্ত্রণালয়ের সবাইকে
১২ জানুয়ারি ২০১৯ ১৫:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পদের হিসাব দেওয়ার জন্য পরিপত্র জারির কথা জানিয়েছেন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রামের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী একথা জানিয়েছেন।
একই মন্ত্রণালয়ে পাঁচ বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এক প্রশ্নের বলেন, ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এটা মৌখিক ঘোষণা, আমি ঢাকায় গিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে এর পরিপত্র জারি করব।
নিজেকেও দুর্নীতির উর্দ্ধে রাখার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘আমি এসেছি সম্মানের জন্য। দুর্নীতি যেদিন স্পর্শ করবে সেদিন হবে আমার শেষ দিন। যে কেউ প্রশ্ন করলে জবাব দিতে বাধ্য থাকবো। আমি সবার সেবক হিসেবে থাকতে চাই।’
মন্ত্রী তার মন্ত্রণালয়ের সকল পর্যায়ের সমস্যা নিরসনসহ ভূমি সংশ্লিষ্ট কার্যক্রমে দুর্নীতি রোধ এবং মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। এছাড়া সারাদেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা আনতে সিসিটিভির আওতায় আনা এবং ভয়েস রেকর্ডারের ব্যবস্থা করার কথা জানান।
আর এসব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
ভূমি সংক্রান্ত মামলা নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন পরিকল্পনা আছে। একটু সময় দেন। একবছরের মধ্যে দৃশ্যমান উন্নতি হবে। ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত কার্যালয়গুলোতে হয়রানির অনেক বিষয় আছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। যাদের এখনো সমস্যা আছে, যারা মনে করছেন পারবেন না, তাদের কেটে পড়া উচিত।’
জাবেদ বলেন, ‘চট্টগ্রামে চারজন মন্ত্রী আছেন। সবাই মিলে কাজ করতে চাই। আমাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি থাকবে না। চট্টগ্রামের সংসদ সদস্য হিসেবে এ অঞ্চলের জন্য বিশেষ কিছু করতে চাই।’
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য যথাযথ উদ্যোগ ও সরকারিভাবে অর্থ ছাড় দেয়া হবে। কোন সিন্ডিকেট প্রশ্রয় দেয়া হবে না। এখানে অনেক রাজনৈতিক বিষয় থাকলেও স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে উদ্যোগ নেয়া হবে। চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে নতুন সরকারি জমি বরাদ্দ দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গত বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর শনিবার তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, বর্তমান সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ বক্তব্য রাখেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসন থেকে তৃতীয়বার নির্বাচিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাবেদ ২০১৩ সালে বাবার মৃত্যুর পর রাজনীতিতে আসেন।
সারাবাংলা/আরডি/এসএমএন