Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার


১২ জানুয়ারি ২০১৯ ১৭:০০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নামে যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ শনিবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর মডেল থানার সামনে দুঃস্থ ও তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শীতের পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে আটক ৫

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে যদি কেউ নিজেদের স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে, নাশকতা সৃষ্টির চেষ্টা করে, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পুলিশ বিষয়টি কঠোর নজরদারি করছে। এরকম যদি কাউকে পাওয়া যায় তবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। আমরা বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে দেখছি।’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হয় না খুব বেশি সময় লাগবে। আগামী দুএকদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে। শ্রমিকদের প্রতি আমাদের আন্তরিকতা রয়েছে। তারা আমাদের ভাই ও বোন। তারা যাতে ন্যায্য পাওনা বুঝিয়ে পায় সে ব্যাপারে আমরা নজরদারি করছি।’

এর আগে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানী থেকে মাদক নির্মূল করা হবে, মাদক স্পটগুলোও উচ্ছেদ করা হবে। কোথাও মাদক থাকবে না।’

এ ছাড়া মাদকমুক্ত রাজধানী গড়তে নতুন করে কঠোর অভিযানের কথাও বলেন কমিশনার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর