Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে মাকে দেখে ফেরার পথে ব্যবসায়ী খুন, থানায় মামলা


১২ জানুয়ারি ২০১৯ ১৭:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বগুড়ায় হাসপাতালে অসুস্থ মাকে দেখে ফেরার পথে গাইবান্ধার ব্যবসায়ী খুন হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বগুড়ার কাহালু থানায় শুক্রবার (১১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেছেন নিহত ব্যবসায়ী সৈয়দ আপেল মাহমুদের (৩২) চাচা সৈয়দ আব্দুল করিম। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বগুড়ার কাহালু থানার ওসি শওকত কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকার মাঠ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই নিহতের পরিবারের পক্ষে আপেলের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাজ শুরু করেছেন উল্লেখ করে ওসি বলেন, পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই এই হত্যা রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির স্ত্রী আয়েশা বেগম (৫২) ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একমাত্র ছেলে ‘ইনডেক্স বিজসেন কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আপেল মাহমুদ বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ কাহালু থানা এলাকার মাঠে ফেলে রাখে। ছেলের মৃত্যুর খবর শুনে শুক্রবার দুপুরে তার মা আয়েশা বেগম মারা যান। এই ঘটনায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএম/একে

বগুড়া ব্যবসায়ী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর