গম পাচারের সময় ২ কারারক্ষী আটক, ছবি তোলায় সাংবাদিককে মারধর
১২ জানুয়ারি ২০১৯ ২০:২৩
।। ডিস্টিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল : বরিশাল কেন্দ্রিয় কারাগারে থেকে কালোবাজারি হওয়া ২২ বস্তা গমসহ দুই কারাক্ষীকে আটক করেছে কোতোয়ালী মডেলে থানা পুলিশ।
অন্যদিকে গম আটক এবং কারারক্ষীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টার দৃশ্য ক্যামেরায় ধারন করায় দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদকে মারধর করে কারাভ্যন্তরে আটকে রাখেন কয়েকজন কারারক্ষী। এই ঘটনায় ৫ কারারক্ষীকে সামায়িক বহিস্কার করেছেন কারা কর্তৃপক্ষ।
ফটো সাংবাদিক শামীম আহমেদ জানান, শনিবার দুপুরে পাচার করা গম ও আটক কারারক্ষীদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন কারারক্ষী। কারারক্ষী এবং পুলিশের টানাটানির দৃশ্য ক্যামেরায় ধারনের চেষ্টা করেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন কারারক্ষী শামীম আহমেদকে মারধরের পর কারাগারের ভেতরে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে বরিশালের অন্য সাংবাদিকরা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে।
এই ঘটনার বিচার দাবি করেন শামীম আহমেদ।
কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারাগারের সামনে দুটি ভ্যান থেকে ২২ বস্তা গম আটক করা হয়। এ ঘটনায় দুই কারা রক্ষাক্ষীকেও আটক করা হয়েছে।
সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগ পেয়ে পাঁচ কারারক্ষীকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রিয় কারাগার সুপার প্রশান্ত কুমার বনিক।
বরিশাল ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম বলেন, শুধু পাঁচজনই নয়, কারাগারের ফটকের সিসি ক্যামেরায় ধারন করা ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসএমএন