Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়া দিচ্ছে না রাশিয়ার একমাত্র স্পেস টেলিস্কোপ


১২ জানুয়ারি ২০১৯ ২০:৫৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সাড়া দিচ্ছে না রাশিয়ার একমাত্র স্পেস রেডিও টেলিস্কোপ স্পেক্ট্র-আর। পৃথিবী থেকে এর ওপর আর কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান নিকোলাই কার্দাশেভ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

নিকোলাই বলেন, স্পেক্ট্র-আর উপগ্রহের কিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে । বিশেষজ্ঞরা চেষ্টা করেও এর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন না।

তবে টেলিস্কোপটি থেকে এখনও বৈজ্ঞানিক তথ্য আসছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আর আই এ নভস্তি।

রাশিয়ার মহাকাশ সংস্থা রোজকোসমোস বলেছে , টেলিস্কোপটির মেয়াদ ছিল পাঁচ বছর। তবে তা পার হয়ে যাওয়ার পরও এটি কাজ করে যাচ্ছিলো।

২০১১ সালে উপগ্রহে পাঠানো হয় স্পেক্ট্র-আরকে। এর গবেষণা দলের প্রধান ইউরি কোভালেভ বলেন, শুক্রবার (১১ জানুয়ারি) থেকে স্পেক্ট্র-আর এর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে তারা এখনও আমা ছাড়েননি বলেও জানান এই বিজ্ঞানী।

রাশিয়ান-জার্মান যৌথ উপগ্রহ স্পেক্ট্র-আরজি এই বছরেই উৎক্ষেপনের কথা রয়েছে। এমন সময়ই সাড়া দেওয়া বন্ধ করে দিল পুরোনো টেলিস্কোপটি।

সারাবাংলা/এসবি/এসএমএন

রাশিয়া স্পেক্ট্র-আর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর