Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ওআইসি মহাসচিবের অভিনন্দন


১২ জানুয়ারি ২০১৯ ২৩:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ডক্টর ইউসুফ আল-ওথায়মিন।

শনিবার (১২ জানুয়ারি) এক বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করেন।

এছাড়া পৃথক বার্তায় প্রধানমন্ত্রীকে আরও শুভেচ্ছা জানিয়েছেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে পেলকোনভিচ ও বেলারুশের প্রধানমন্ত্রী সিহারিজ রুমাস।

উল্লেখ্য, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন। এছাড়া উপমন্ত্রী রয়েছেন ৩জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনএইচ

ওআইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর