জাতীয় দলে ফিরতে বিশ্বাসী তাসকিন
১৩ জানুয়ারি ২০১৯ ০০:১৫
।।স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চোট জর্জর শরীরে ২০১৮ সালটা মোটেও ভালো যায়নি স্পিডস্টার তাসকিন আহমেদের। এক বছরে চারবার চোটে সাত মাসই থেকেছেন মাঠের বাইরে। জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত হতে পারেননি। সেই চোট কাটিয়ে নতুন বছর মাঠে নেমেই বল হাতে আগুনের হলকা ছুঁড়ছেন। বিপিএলে ষষ্ঠ আসরে এই সিলেট সিক্সার্স বোলারের গতিময় বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। যা তাকে জাতীয় দলে খেলার বিশ্বাস যোগাচ্ছে।
বিপিএলে সিলেটের হয়ে তিন ম্যাচ খেলে ৭টি উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি ফাস্টবোলার। ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও ৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ ওভার বল করে পেয়েছেন ৪ উইকেট।
সবশেষ ১২ জানুয়ারি জায়ান্ট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সমান সংখ্যক ওভারে তুলে নিয়েছেন ৩ উইকেট। লম্বা সময় পর চেনা ছন্দে ফিরে তাই জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন জাতীয় দলের হয়ে নিজেকে চেনানো এই তারকা পেসার। নিজেকে ফিরে পেয়ে আবার লাল সবুজের জার্সি গায়ে চাপানোর স্বপ্নও উঁকি দিচ্ছে।
শনিবার (১২ জানুয়ারি) ঢাকা ডায়নমাইটসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেকথাই জানালেন। তাসকিন বলেন, ‘সবসময়ই বিশ্বাস করি, করতাম যে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখি। কিন্তু ২০১৮ সালে ইনজুরি থাকায় আমার খুব বাজে কেটেছে। তো কঠোর পরিশ্রম করেছি,করছি। পুরোপুরি ফিটনেস, ভেরিয়েশন; অনেক কিছু নিয়ে চেষ্টা করছি। আমার বিশ্বাস সবকিছু ঠিক থাকলে এবং সুস্থ থাকলে সামনে আবার জাতীয় দলে ফিরবো।’
সারাবাংলা/এমআরএফ/এমআরপি